মুখের মলাট
-by Sreya Dutta
এক জীবনে হটাৎ আলোর ছবি
হয়তো অনেক বেশী কিংবা কিছু-ই নয়
আবার যেনো স্বপ্ন আমায় ছোয়ে
মাঝে মাঝে সত্যি মনে হয়…
খোলা জানলায় হটাৎ ঝড়ের শব্দ
হাতের আঙুল বলছে চল পালাই
ভাংছে বুকে মেঘের কালো জমাট
ফুরিয়ে যাওয়া জলন্ত দেশলাই…
হয়তো আমি ধূসর ধূলীকনা
কিমবা কোথাও এলোমেলো জাল বোনা
স্বপ্ন মেখে প্রতি রাতের মতো
গরছি আমি আমার বুকের ক্ষত…
তোমার হাতে হাত রেখে যেই চলতে যাই
মন বলে কোথাও শহরে আলো নীলচে
বয়স আমার এক লাফে অনেক বেড়ে যাচ্ছে
গুনতে গুনতে আমার হাতেও সময় কমে আসছে…
অনাদরে অচেনা হবে আমার মুখের মলাট
শব্দ আমার অচেনা রিংটনে
পালটে নেবে তুমি সময় মতো
গল্প লিখো আবার ইচ্ছা হলে…
~*~
Latest posts by SreyaDutta (see all)
- মুখের মলাট - September 21, 2020
- তার চেয়ে অনেক আরো - September 15, 2020